বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চৌদ্দতম
(last modified Sat, 02 Mar 2024 10:29:42 GMT )
মার্চ ০২, ২০২৪ ১৬:২৯ Asia/Dhaka
  •  বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চৌদ্দতম

গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চৌদ্দতম। গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক বিষয়ক একটি ওয়েব সাইট।

এই ওয়েব সাইট ৬০ টিরও বেশি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১৪৫টি দেশের সামরিক শক্তির র‍্যাঙ্কিং করেছে। ওই র‍্যাঙ্কিংয়ে ইরানকে ১৪ তম স্থান দেওয়া হয়েছে।

এই র‌্যাঙ্কিংটি "গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স" নামে পরিচিত একটি কমিটি তৈরি করে। সামরিক ইউনিটের সংখ্যা, অর্থনৈতিক অবস্থা, পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষমতা এবং ভৌগোলিক কারণসহ ৬০টিরও বেশি বিষয় বিবেচনা করে নির্ণয় করা হয়। র‍্যাঙ্কিংয়ে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান এবং ইতালি যথাক্রমে ১ থেকে ১০ম স্থানে রয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক শক্তির সূচক শূন্য দশমিক ২২৬৯ হিসাব করা হয়েছে। এই সূচকে শূন্য স্কোর পাওয়া সেরা সামরিক পারফরম্যান্স হিসাবে বিবেচিত হয়।

প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে ইরান দর্শনীয় পর্যায়ের অগ্রগতি লাভ করেছে। ইরান এখন স্টিলথ ড্রোন উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে পঞ্চম এবং সাবমেরিন তৈরিতে দশম স্থানে রয়েছে।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ