আফগানিস্তানে পুঁজি বিনিয়োগের আহ্বান জানালেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i104006-আফগানিস্তানে_পুঁজি_বিনিয়োগের_আহ্বান_জানালেন_তালেবান_পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেশটিতে পুঁজি বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এ আহ্বান জানালেন যখন পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা ও আমেরিকায় অন্তত ৭০০ কোটি ডলার অর্থ আটকে পড়ার কারণে আফগানিস্তান বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১০:০১ Asia/Dhaka
  • আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি
    আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেশটিতে পুঁজি বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এ আহ্বান জানালেন যখন পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা ও আমেরিকায় অন্তত ৭০০ কোটি ডলার অর্থ আটকে পড়ার কারণে আফগানিস্তান বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে।

কাতার সফররত আমির খান মুত্তাকি গতকাল (বৃহস্পতিবার) কাতারের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তার দেশে পুঁজি বিনিয়োগের আহ্বান জানান। তিনি আফগানিস্তানে উৎপাদিত তাজা ও শুকনা ফল এয়ার করিডোরের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারগুলোতে পৌঁছে দিতে কাতারের সহযোগিতা কামনা করেন।  তিনি বলেন, আফগানিস্তানে আন্তর্জাতিক মানের প্রচুর ফল উৎপাদিত হলেও বাজারজাতকারণের সুবিধা না থাকায় তা নষ্ট হয়ে যায়।

কাতার সফরে দোহায় নিযুক্ত ১৬টি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, আমেরিকা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের জন্য আফগানিস্তানের জব্দ করা অর্থ ব্যবহার করার যে সিদ্ধান্ত নিয়েছে তা গ্রহণযোগ্য নয়।

শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে কাতার সফরে গেছেন মুত্তাকি

তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ৭০০ কোটি ডলারের [বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা] যে সম্পদ নিউইয়র্কে জমা রেখেছিল গত সপ্তাহে তা লুট করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লুট করা ওই সম্পদের অর্ধেক অর্থাৎ, ৩৫০ কোটি ডলার তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার শিকার নির্দিষ্ট কিছু ব্যক্তির আত্মীয়দের দেবেন এবং বাকি অর্থ কথিত মানবিক ত্রাণ সহায়তা হিসেবে কাজে লাগানো হবে।

তালেবান সরকার বাইডেনের ওই সিদ্ধান্তকে ‘চুরি’ এবং ‘নৈতিক অবক্ষয়’ বলে তীব্র নিন্দা জানিয়েছে।  জাতিসংঘে তালেবানের পক্ষ থেকে নিয়োগের জন্য আফগান প্রার্থী সুহাইল শাহিন আমেরিকায় থাকা ওই পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।