রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে ইউক্রেন
(last modified Wed, 23 Feb 2022 02:50:26 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৮:৫০ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট জেলেনস্কি (বামে) ও আলার কারিস
    প্রেসিডেন্ট জেলেনস্কি (বামে) ও আলার কারিস

পূর্ব ইউক্রেনে তথাকথিত শান্তিরক্ষী পাঠালে রাশিয়ার সাথে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করবে কিয়েভ। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার এস্তোনিয়ার প্রেসিডেন্টের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ চান তারা যেখানে নর্ড স্ট্রিম পাইপলাইন-টু পুরোপুরি বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এসময় এস্তোনিয়ার প্রেসিডেন্ট ইউক্রেইনকে পূর্ণ সমর্থন জানিয়ে রাশিয়ার সিদ্ধান্তের নিন্দা করেন। 

পূর্ব ইউক্রেনে রাশিয়া সমর্থিত গেরিলা নিয়ন্ত্রিত অঞ্চল দোনবাসকে স্বাধীন হিসেবে দেশ হিসেবে স্বীকৃতি দেয়ার পর দনেস্ক এবং লুহানস্কে শান্তিরক্ষী পাঠানোর ঘোষণা দেয় রাশিয়া। এর কয়েক ঘন্টা পর দুটি অঞ্চলে সেনা পাঠানোর বিষয়টি অনুমোদন করে রাশিয়ার পার্লামেন্ট।

দোনবাসে সেনা পাঠানোর বিষয়টি অনুমোদন করে রাশিয়ার পার্লামেন্ট

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি আরো বলেন, তিনি মনে করেন- সেনা পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলে রাশিয়া পরবর্তীতে আগ্রাসনের বিষয়ে আইনগত ভিত্তি দাঁড় করাবে। এস্তোনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে দ্রুত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তারা একমত হয়েছেন উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞার মধ্যে নর্ডস্ট্রিম পাইপলাইন টু পুরোপুরি বন্ধের বিষয়টি থাকতে হবে

সংবাদ সম্মেলনে ইউক্রেইনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিস বলেন, প্রেসিডেন্ট পুতিন তার সহিংস কর্মকাণ্ডের জন্য ভবিষ্যত প্রজন্মের কাছে নিন্দনীয় হয়ে থাকবেন। চলমান বাস্তবতায় ইউরোপীয় এবং পশ্চিমা নেতাদের উচিত ইউক্রেনের সহযোগিতায় এগিয়ে আসা#

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ