পতনের দ্বারপ্রান্তে রেখে ইউক্রেনের জন্য অর্থ বরাদ্দ দিল ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/world-i104350-পতনের_দ্বারপ্রান্তে_রেখে_ইউক্রেনের_জন্য_অর্থ_বরাদ্দ_দিল_ইউরোপীয়_ইউনিয়ন
ইউক্রেনকে ৩০ কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রধানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১৬:৪৫ Asia/Dhaka
  • ফরাসি প্রেসিডেন্ট
    ফরাসি প্রেসিডেন্ট

ইউক্রেনকে ৩০ কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রধানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ম্যাকরন বলেন, ইউক্রেনকে সামরিক সহযোগিতার জন্য ৩০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বাইরেও ফ্রান্স কয়েক জন রুশ কর্মকর্তা ও ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্যারিস শিগগিরই এসব ব্যক্তিত্বের নাম ঘোষণা করা হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ যখন পতনের দ্বারপ্রান্তে তখন ইউরোপীয় ইউনিয়ন এই সহযোগিতার ঘোষণা দিল। 

এরিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে আজ (শুক্রবার) বলেছেন, ‘আজ সকালে আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। গতকালের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।

পশ্চিমা যেসব দেশকে মিত্র বলে ভেবেছিলেন, তাদের একটিকেও পাশে পাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ কারণে রাশিয়ার হামলা থামাতে ইউক্রেনের পাশে দাঁড়াতে মিত্র দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তিনি।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।