গোলান মালভূমিতে তেল আবিবের দখলদারিত্বের বিরোধিতা করল মস্কো
https://parstoday.ir/bn/news/world-i104358-গোলান_মালভূমিতে_তেল_আবিবের_দখলদারিত্বের_বিরোধিতা_করল_মস্কো
অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের নতুন বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা করেছে রাশিয়া। দেশটি বলেছে, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ায় অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে বসতি নির্মাণ পরিকল্পনাসহ ইসরাইলের যে কোনো তৎপরতা অবৈধ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১৭:৫১ Asia/Dhaka
  • দিমিত্রি পোলিয়ানস্কি
    দিমিত্রি পোলিয়ানস্কি

অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের নতুন বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা করেছে রাশিয়া। দেশটি বলেছে, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ায় অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে বসতি নির্মাণ পরিকল্পনাসহ ইসরাইলের যে কোনো তৎপরতা অবৈধ।

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠার প্রেক্ষাপটে এই মন্তব্য করেছে মস্কো।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেন, গোলান মালভূমিতে নতুন করে বসতি নির্মাণের জন্য ইসরাইল যে পরিকল্পনা ঘোষণা করেছে তাতে মস্কো উদ্বিগ্ন। ইসরাইলের এই পদক্ষেপ ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের সরাসরি লংঘন।

অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলের বসতি (ফাইল ফটো)

১৯৬৭ সালের আরব-ইসরাইল ছয় দিনের যুদ্ধ ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নেয় এবং পরে তা নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। এ বিষয়ে পোলিয়ানস্কি এক টুইটার পোস্টে বলেন, গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকার করে না রাশিয়া।

এর আগে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইসরাইল বলেছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তাতে আন্তর্জাতিক সমাজের সঙ্গে ইজরাইল একইভাবে উদ্বিগ্ন। ইউক্রেনের ভৌগোলিক অবস্থা ও সার্বভৌমত্বের প্রতি ইসরাইল তাদের বিবৃতিতে সমর্থন করেছে। মন্ত্রণালয়ের সরাসরি বলেছে, ইউক্রেনের উপর রাশিয়ায় হামলা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইসরাইল এর নিন্দা জানায়।#

পার্সটুডে/এসআইবি/২৫