ইউক্রেনে সামরিক অভ্যুত্থানের আহ্বান জানালেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i104388-ইউক্রেনে_সামরিক_অভ্যুত্থানের_আহ্বান_জানালেন_পুতিন
ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল ( শুক্রবার) রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ০৯:১৫ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল ( শুক্রবার) রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

পরিষদের বৈঠকে পুতিন বলেন, “আমি ইউক্রেনের সেনা সদস্যদের প্রতি আবারো আহ্বান জানাব যে- আপনাদের সন্তান, স্ত্রী ও বয়োবৃদ্ধদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ নব্য-নাৎসি আর কট্টরপন্থী জাতীয়তাবাদীদের দেবেন না।”

ইউক্রেন সরকারকে হটানোর আহ্বান জানিয়ে দেশটির সেনাসদস্যদের উদ্দেশে পুতিন আরো বলেন, “আপনারা নিজেদের হাতে ক্ষমতা তুলে নিন। এতে একটি সমঝোতায় পৌঁছানো আরো সহজ হবে।” ইউক্রেন অভিযানে অংশ নেয়া রুশ সেনাদের প্রশংসাও করেন তিনি।ই

ইউক্রেনের সেনা

বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু হয়। একদিন পরই রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে প্রবেশ করে রুশ সেনারা। এ মুহূর্তে তারা এই রাজধানী শহরের দিকে অগ্রসর হচ্ছে। রাশিয়ার সেনাদের ঠেকাতে সেখানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। সাধারণ বাসিন্দাদের হাতে তুলে দেয়া হয়েছে ১৮ হাজার মেশিনগান। তবে, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।