নো ফ্লাই জোন গড়ার অনুরোধ কিয়েভের:
ইউক্রেনে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ নেই: হোয়াইট হাউজ
-
হোয়াইট হাউসের মুখপাত্র জেনিফার সাকি
ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন করার জন্য কিয়েভের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আমেরিকা। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন: ইউক্রেনে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ নেই।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র জেনিফার সাকি আজ (মঙ্গলবার) সকালে ইউক্রেনের উপর একটি নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার জন্য কিয়েভের অনুরোধ সম্পর্কে এ কথা বলেছেন। সাকি আরও বলেন: নো-ফ্লাই জোন করতে হলে সংশ্লিষ্ট অঞ্চলে সেনা উপস্থিতি প্রয়োজন। তা করা হলে পরিস্থিতি রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধের দিকে মোড় নেবে। আমরা সেটা চাই না।
সাকি বলেন: ইউক্রেনে যুদ্ধাপরাধের কোনো নিশ্চিত প্রমাণ নেই। রুশ বিমানকে মার্কিন আকাশসীমা ব্যবহার করতে নিষেধ করার জন্য সমস্ত বিকল্প টেবিলে রয়েছে। জাতিসংঘ থেকে বারো রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে কয়েক মাস ধরে কাজ চলছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসের এই মুখপাত্র জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কি ইতোপূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার স্থায়ী সদস্যপদ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলেন। সেইসঙ্গে ইউক্রেনের উপর একটি নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছিলেন।
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলো কিয়েভে অস্ত্র ও গোলাবারুদ পাঠাতে শুরু করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিল।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।