আমেরিকার ওপর ভরসা করার কারণে আমার সরকারের পতন হয়েছে: আশরাফ গনি
(last modified Thu, 03 Mar 2022 10:18:30 GMT )
মার্চ ০৩, ২০২২ ১৬:১৮ Asia/Dhaka
  • আশরাফ গনি
    আশরাফ গনি

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, আমেরিকার ওপর ভরসা করার কারণেই তার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটেছে। গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে এবং আশরাফ গনি বিদেশে চলে যেতে বাধ্য হন।

আফগানিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট গণমাধ্যমকে আরও বলেছেন, তিনি আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলোকে বিশ্বাস করেছিলেন। কিন্তু তারা বিশ্বাসের মর্যাদা রাখেনি। আর এ কারণেই তার সরকারের পতন ঘটেছে।

তিনি বলেন, আমেরিকা কখনোই তার সরকারকে তালেবানের সঙ্গে আলোচনার সুযোগ দেয়নি।

আশরাফ গনি দাবি করেন, তার সম্পর্কে অন্যায়ভাবে অনেক অপপ্রচার চালানো হয়েছে।

আশরাফ গনি পালানোর সময় বিপুল অংকের অর্থ নিয়ে গেছেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়।

আফগানিস্তানকে ২০ বছর জবরদখলে রাখার পর গত আগস্টে সেদেশ ছেড়েছে মার্কিন বাহিনী। এই জবরদখলের কারণে লাখ লাখ আফগান নিহত হয়েছেন। আহত ও গৃহহারা মানুষের সংখ্যা অগণিত। আর্থিক ক্ষতির খতিয়ানটাও বেশ লম্বা।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ