পাকিস্তানে শিয়া মসজিদে হামলার দায়িত্ব স্বীকার করল দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i104800-পাকিস্তানে_শিয়া_মসজিদে_হামলার_দায়িত্ব_স্বীকার_করল_দায়েশ
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি শিয়া মসজিদে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। গতকাল জুমা নামাজের সময় চালানো ওই হামলায় অন্তত ৫৬ জন মুসল্লি নিহত ও ১৯০ জন আহত হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৫, ২০২২ ১৭:২০ Asia/Dhaka
  • পেশোয়ারের শিয়া মসজিদে বোমা হামলা
    পেশোয়ারের শিয়া মসজিদে বোমা হামলা

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি শিয়া মসজিদে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। গতকাল জুমা নামাজের সময় চালানো ওই হামলায় অন্তত ৫৬ জন মুসল্লি নিহত ও ১৯০ জন আহত হন।

গতকালের হামলার ঘটনায় বিশ্বব্যাপী মুসলমানেরা কঠোর নিন্দা জানিয়েছেন। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইবাদত-বন্দেগির স্থানগুলো নিরাপদ থাকা উচিত, এগুলোকে হামলার লক্ষ্য বস্তু বানানো উচিত নয়। দায়েশ সন্ত্রাসীরা হামলার ব্যাপারে দাবি করেছে, তাদের সদস্যরা গতকাল পেশোয়ারের ওই শিয়া মসজিদে সফলভাবে অভিযান চালায়। 

২০১৮ সালের পর গতকালের বোমা হামলা পাকিস্তানের সবচেয়ে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার ঘটনা। ২০১৮ সালে বেলুচিস্তান প্রদেশের এক নির্বাচনী সমাবেশে বোমা হামলায় ১৪৯ জন নিহত হয়েছিল যার মধ্যে আটটি শিশু ছিল

গতকালের হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশন। সংস্থাটি বলেছে, শিয়া মুসল্লিদের লক্ষ্য করে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এই হামলা চালিয়েছে

এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেনতিনি বলেন, ইবাদত বন্দেগীর ঘরগুলো স্বর্গের মতো থাকা উচিত, হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। ভয়াবহ এই হামলার নিন্দা জানাই আমি। হামলায় যারা স্বজনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং পাকিস্তানের জনগণের প্রতি আমি সংহতি জানাচ্ছি।#

পার্সটুডে/এসআইবি/৫