কিশোর শিক্ষার্থী নিহত, গুরুতর আহত ২ ছাত্রী
(last modified Tue, 08 Mar 2022 10:32:00 GMT )
মার্চ ০৮, ২০২২ ১৬:৩২ Asia/Dhaka
  • গোলাগুলির পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশ
    গোলাগুলির পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশ

আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের রাজধানী দে মইনের একটি হাই স্কুলের বাইরে গোলাগুলিতে এক কিশোর শিক্ষার্থী নিহত এবং দুই ছাত্রী গুরুতর আহত হয়েছে। 

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তির পর ওই শিক্ষার্থী মারা যায়। এ ঘটনায় ১৬ ও ১৮ বছর বয়সী দুই ছাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

শহরের পুলিশের মুখপাত্র পল পারিযেক জানান, ইস্ট হাই স্কুল ভবনের পাশেই এই গোলাগুলির ঘটনা ঘটে তবে এলাকাটি স্কুল চত্বরের মধ্যে অবস্থিত। পুলিশ মুখপাত্র আরো জানান, নিহত শিক্ষার্থী ওই স্কুলের ছাত্র ছিল না তবে আহত দুই ছাত্রী ওই স্কুলে পড়াশোনা করত।

কর্মকর্তারা বলছেন, ধারণা করা হচ্ছে চলন্ত গাড়ি থেকে এইসব শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়। শহরের পুলিশ প্রধান ডানা উইনজার্ট এ ঘটনাকে দে মইন শহরের জন্য কালো দিবস বলে উল্লেখ করেছেন।

আমেরিকায় ২০২২ সালের প্রথম চারদিনে বন্দুক সহিংসতায় ৪০০ মানুষ মারা গেছে

তিনি গতকাল (সোমবার) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, "আবারো বেদনাদায়ক জীবনহানির ঘটনা। হতাহতদের প্রত্যেকের বিষয়টি খুবই মর্মান্তিক।"

স্কুলের শিক্ষার্থী জেডি ম্যাকওয়াগ বলেন, "কেউ এই ধরনের মর্মান্তিক ঘটনা প্রত্যাশা করে নি। প্রথমে আমরা মনে করেছিলাম বিষয়টি বুঝি কৌতুক কারণ এর আগে এখানে ফায়ার ড্রিল চলছিল।”

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে তবে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয় নি।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র তথ্য অনুযায়ী, চলতি ২০২২ সালে আমেরিকার স্কুল ক্যাম্পাসে ১৩টি গোলাগুলির ঘটনা ঘটেছে এবং দে মইন শহরের জন্য এটি চলতি বছর চতুর্থ গোলাগুলির ঘটনা। আইওয়া অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে এটি।

আমেরিকায় ২০২২ সালের প্রথম চারদিনে বন্দুক সহিংসতায় ৪০০ মানুষ মারা গেছে। এছাড়া, আহত হয়েছে ২৮২ জন। 

পার্সটুডে/এসআইবি/৮

ট্যাগ