ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: আমেরিকার হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i105004-ইউক্রেনে_রাসায়নিক_হামলা_চালাতে_পারে_রাশিয়া_আমেরিকার_হুঁশিয়ারি
রাশিয়া ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়া একটি মিথ্যা প্রচারণা চালিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১০, ২০২২ ১০:৪৫ Asia/Dhaka
  • হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি
    হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি

রাশিয়া ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়া একটি মিথ্যা প্রচারণা চালিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।

আমেরিকা ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরি করছিল বলে রাশিয়া যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়ে সাকি বলেন, এ ধরনের মিথ্যা অভিযোগ উত্থাপন এবং চীনের পক্ষ থেকে সে অভিযোগের সত্যতা নিশ্চিত করার বিষয়টি একটি কৌশল হতে পারে। রাশিয়া আসলে ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে চায় এবং তার আগে মস্কো ক্ষেত্র প্রস্তুত করছে বলে সাকি দাবি করেন।

তিনি এমন সময় একথা বললেন যখন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড সম্প্রতি বলেছিলেন, ইউক্রেনে জীবাণু অস্ত্রের গবেষণাগার রয়েছে এবং এসব গবেষণাগারে মার্কিন সরকার অর্থ সাহায্য দিত। তিনি এসব গবেষণাগারে মজুদ বিপজ্জনক পদার্থ এখন রাশিয়ার হাতে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন। 

মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড

নুল্যান্ড বুধবার এমন সময় এ তথ্য জানান, যখন জাতিসংঘের জীবাণু অস্ত্র অস্ত্র বিষয়ক কনভেনশনে বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই জীবাণু অস্ত্র উৎপাদন, মজুদ বা এর উন্নয়ন ঘটানো যাবে না।  মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন, রাশিয়াসহ ১৮০টিরও বেশি দেশ এ চুক্তিতে সই করেছে।

অবশ্য জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বুধবার বলেছেন, ইউক্রেনে গণবিধ্বংসী অস্ত্র তৈরি হতো- এমন কোন প্রমাণ জাতিসংঘের কাছে নেই। তিনি আরো বলেছেন, জাতিসংঘের কনভেনশন লঙ্ঘন করে ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র তৈরি হওয়ার প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা পায়নি। #

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।