সৌদি আরবে গণ-মৃত্যুদণ্ড
আমেরিকা নীরব, নিন্দা জানালেন জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান
-
সৌদি গণ-মৃত্যুদণ্ডের শিকার এসব ব্যক্তি
সৌদি আরবে সম্প্রতি একদিনে ৮১ জন কারাবন্দিকে মৃত্যুদণ্ড দেয়ার ঘটনায় মার্কিন সরকার সম্পূর্ণ নীরব থাকলেও জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি রাজতান্ত্রিক সৌদি আরবের সন্ত্রাসবাদ-বিরোধী আইনকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, যে বিচার প্রক্রিয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তা স্বচ্ছ বিচারের নিশ্চয়তা বহন করছে না, এটি যুদ্ধপরাধের পর্যায়েও পড়তে পারে।
ব্যাচেলেট বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করা ৮১ জনের মধ্যে ৪১ জন বয়সে একেবারেই তরুণ এবং সৌদি আরবের রাজনীতিতে বৃহত্তর অংশ গ্রহণের পক্ষে আন্দোলন করার জন্য তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক পরিষদের প্রধান আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সৌদি আরব ধরপাকড়, অপরাধী সাব্যস্ত করা এবং মৃত্যুদণ্ড কার্যকর জোরদার করেছে। শান্তিপূর্ণ প্রতিবাদকারী লেখক ও মানবাধিকার কর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে তিনি ইঙ্গিত দেন।
সম্প্রতি যেসব ব্যক্তিকে সৌদি আরব মৃত্যুদণ্ড দিয়েছে তার মধ্যে ৪১ জন পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের নাগরিক। এটি হচ্ছে প্রধানত শিয়া মুসলমান অধ্যুষিত অঞ্চল। সেখানে ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাজনৈতিক সংস্কার এবং সব ধরনের বৈষম্য অবসানের দাবিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ আন্দোলন চলে আসছে। এসব আন্দোলনকারীকে দমন করতে সৌদি আরব ধরপাকড় এবং মৃত্যুদণ্ড দেয়ার পথ বেছে নিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৫