ইউক্রেনে একজন নারীসহ ফক্স নিউজের ২ সাংবাদিক নিহত
https://parstoday.ir/bn/news/world-i105284-ইউক্রেনে_একজন_নারীসহ_ফক্স_নিউজের_২_সাংবাদিক_নিহত
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার গোলাবর্ষণে মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সংবাদকর্মীরা হচ্ছেন, ৫৫ বছর বয়স্ক পিয়েরে জাকরেজিউস্কি এবং ২৪ বছর বয়স্ক ওলেকসান্দ্রা কুভুশিনোভা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৬, ২০২২ ১২:২৯ Asia/Dhaka
  • পিয়েরে জাকরেজিউস্কি-ওলেকসান্দ্রা কুভুশিনোভা।
    পিয়েরে জাকরেজিউস্কি-ওলেকসান্দ্রা কুভুশিনোভা।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার গোলাবর্ষণে মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সংবাদকর্মীরা হচ্ছেন, ৫৫ বছর বয়স্ক পিয়েরে জাকরেজিউস্কি এবং ২৪ বছর বয়স্ক ওলেকসান্দ্রা কুভুশিনোভা।

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে হরেনকা এলাকায় তাদের গাড়ির উপরে রাশিয়া হামলা চালালে তাদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা আরেক সংবাদকর্মী ৩৯ বছর বয়স্ক বেনজামিন হলও হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সাংবাদিক হিসেবে জাকরেজিউস্কি ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় দায়িত্ব পালন করেছেন বলে ফক্স নিউজ জানিয়েছে।  এটি বলেছে, জাকরেজিউস্কি ফটোগ্রাফার, প্রকৌশলী এবং সম্পাদক ও প্রযোজক- সব ক্ষেত্রে সব ধরনের কাজে সাহায্য করতেন। তিনি অত্যন্ত চাপের মধ্যে অসাধারণ দক্ষতার সঙ্গে কাজ করতেন।

ফক্স নিউজের আরেক সংবাদকর্মী কুভশিনোভা গত এক মাস ধরে ফক্স নিউজ দলের সঙ্গে কাজ করছিলেন। তাকে সাহসী নারী বলে আখ্যায়িত করেছেন ফক্সের অন্য কর্মীরা।

ইউক্রেনের হিসাব অনুযায়ী, জাকরজেউসকি এবং কুরশিনোভার মৃত্যুতে যুদ্ধে সাংবাদিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫। এর আগে গত ১৩ মার্চ ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ বাহিনীর গুলিতে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ব্রেন্ট রিনাউড নিহত হন।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।