ইউক্রেনে পাশ্চাত্যের তৈরি অস্ত্র বাজেয়াপ্ত করেছে রাশিয়ান বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i105296-ইউক্রেনে_পাশ্চাত্যের_তৈরি_অস্ত্র_বাজেয়াপ্ত_করেছে_রাশিয়ান_বাহিনী
ইউক্রেনে পাশ্চাত্যের তৈরি করা বিভিন্ন প্রকারের সামরিক অস্ত্র বাজেয়াপ্ত করেছে রাশিয়ান বাহিনী। যদিও এখন ইউক্রেনে ৩৫ ঘন্টার কারফিউ বলবৎ রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৬, ২০২২ ১৮:২৫ Asia/Dhaka

ইউক্রেনে পাশ্চাত্যের তৈরি করা বিভিন্ন প্রকারের সামরিক অস্ত্র বাজেয়াপ্ত করেছে রাশিয়ান বাহিনী। যদিও এখন ইউক্রেনে ৩৫ ঘন্টার কারফিউ বলবৎ রয়েছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার গোলাবর্ষণে মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সংবাদকর্মীরা হচ্ছেন, ৫৫ বছর বয়স্ক পিয়েরে জাকরেজিউস্কি এবং ২৪ বছর বয়স্ক ওলেকসান্দ্রা কুভুশিনোভা।# 

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।