মার্চ ২০, ২০২২ ১২:০৬ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
    ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে নয়া দাবি উত্থাপন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।তিনি শনিবার ব্ল্যাকপুল শহরে ক্ষমতাসীন দলের নেতাদের এক বৈঠকে দাবি করেন, ইউক্রেন যুদ্ধে বিজয়ী হলে রাশিয়া তার অগ্রাভিযান অব্যাহত রাখবে এবং জর্জিয়া ও মোলডোভাকেও গ্রাস করে ফেলবে।

ইউক্রেনে রাশিয়ার ‘আগ্রাসন’কে ‘বিশ্বের জন্য একটি সন্ধিক্ষণ’ হিসেবে আখ্যায়িত করে জনসন বলেন, এই যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জয়ী হলে তার বাহিনী বিশ্বের ‘নয়া ত্রাসের রাজত্ব কায়েম হবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেন, ইউক্রেনে স্বাধীনতা থাকলে রাশিয়ায় গণতন্ত্রপন্থি বিপ্লব ঘটে যেতে পারে এই ‘আতঙ্কে’ পুতিন ইউক্রেনে আগ্রাসন চালিয়েছেন। জনসন আরো বলেন, ইউক্রেনে বিজয়ী হলে পুতিন সেখানেই থেমে যাবেন না। আর ইউক্রেনের স্বাধীনতা শেষ হয়ে গেলে জর্জিয়া ও মোলদোভায়ও স্বাধীনতার অপমৃত্যু ঘটবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এর অর্থ হবে বাল্টিক থেকে কৃষ্ণসাগর পর্যন্ত গোটা পূর্ব ইউরোপে ত্রাসের রাজত্ব কায়েম হবে।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ