বিশাল সামরিক মহড়া চালাতে যাচ্ছে আমেরিকা ও ফিলিপাইন
(last modified Wed, 23 Mar 2022 11:41:32 GMT )
মার্চ ২৩, ২০২২ ১৭:৪১ Asia/Dhaka
  • আমেরিকা ও ফিলিপাইনের মধ্যে ২০১৯ সালে অনুষ্ঠিত সামরিক মহড়ার ছবি
    আমেরিকা ও ফিলিপাইনের মধ্যে ২০১৯ সালে অনুষ্ঠিত সামরিক মহড়ার ছবি

আমেরিকা ও ফিলিপাইন এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া চালানোর পরিকল্পনা নিয়েছে। আগামী সপ্তাহ থেকে দক্ষিণ চীন সাগরের কাছে এ যৌথ মহড়া শুরু হবে। কৌশলগত এ সমুদ্রসীমা নিয়ে চীনের সঙ্গে যখন আমেরিকার দ্বন্দ্ব বেড়ে চলেছে তখন এ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার ম্যানিলায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আসন্ন মহড়ায় আমেরিকার পাঁচ হাজার ও ফিলিপাইনের তিন হাজার আটশ সেনা অংশ নেবে। ফিলিপাইনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুজোন দ্বীপের কাছে ১২ দিনব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বালিকাতান-২০২২ নামের এ মহড়া আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে এবং এতে সমুদ্র নিরাপত্তা, তাজা গোলাগুলি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ, সন্ত্রাসবাদবিরোধী লড়াই এবং মানবিক ত্রাণ তৎপরতার মতো বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে।

মার্কিন মেরিন থার্ড ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল জেই বারজেরোন বলেন, আমেরিকা ও ফিলিপাইনের নিরাপত্তা সহযোগিতার ৭৫ বছর পূর্তির সময় এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৩