ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়নি
(last modified Fri, 25 Mar 2022 13:07:25 GMT )
মার্চ ২৫, ২০২২ ১৯:০৭ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির সংসদে আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা বা ভোটাভুটি হয়নি আজ। জাতীয় সংসদের সদ্যপ্রয়াত সদস্য খায়াল জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশন শুরুর পরপরই তা মুলতবি করা হয়।

এ প্রসঙ্গে দেশটির সংসদ স্পিকার আসাদ কায়সার বলেছেন, জাতীয় সংসদের কোনো সদস্যের মৃত্যু হলে পার্লামেন্টের রীতি অনুযায়ী অধিবেশন মুলতবি করতে হয়। আগামী সোমবার বিকেল চারটা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন তিনি।

ইমরান খানের বিরুদ্ধে ৮ মার্চ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। এ প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির জন্য অধিবেশন ডাকতে স্পিকার আসাদ কায়সারের প্রতি লিখিত আবেদন জানায় তারা। বিরোধীদলগুলো আশা করেছিল আজই তাদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। 

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, ৩৪২ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদে উত্থাপিত অনাস্থা প্রস্তাব পাসের জন্য প্রয়োজন ১৭২ ভোটের।

ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবের কারণে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি বিরোধীদলগুলোর একটি জোট এই অনাস্থা প্রস্তাব এনেছে। এই জোট বলছে, প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি থেকে একদল এমপি বেরিয়ে যাবার পর তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।

ইমরান খান এই অনাস্থা প্রস্তাবকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে সম্প্রতি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উসকানিতে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। এর মাধ্যমে আমেরিকা প্রতিশোধ নিতে চায় বলে তিনি জানিয়েছেন।  

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, পাকিস্তানের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি চেয়েছিল আমেরিকা, কিন্তু তিনি তাতে রাজি হননি। এ কারণেই এখন পাকিস্তানের রাজনৈতিক দলগুলোকে তার বিরুদ্ধে উসকানি দেওয়া হচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ