উত্তর কোরিয়ার কাছে আরও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে
(last modified Sat, 26 Mar 2022 14:10:17 GMT )
মার্চ ২৬, ২০২২ ২০:১০ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
    উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া সফলভাবে বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তারা বলছেন, পিয়ংইয়ংয়ের হাতে এ ধরনের ক্ষেপণাস্ত্র আরো আছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান বলেন, “উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আসছে এবং উস্কানি সৃষ্টি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আমরা তার একটি অংশ বলে মনে করি। আমরা ধারণা করি তাদের হাতে এ ধরনের ক্ষেপণাস্ত্র আরো আছে।”

গতকাল (শুক্রবার) এয়ার ফোর্স ওয়ানে করে সফর করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর একদিন আগে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। গত চার বছরের মধ্যে এটি ছিল কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা। জেইক সুলিভান বলেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করেছে আমেরিকা।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান

এর আগে আমেরিকা বলেছিল, উত্তর কোরিয়া গত ২৭ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে তারা জড়িত রয়েছেন। সুলিভান বলেন, “ওই বিবৃতিতে আমরা উত্তর কোরিয়ার পক্ষ থেকে আরো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে সতর্ক করেছিলাম, এখন তাই ঘটছে।”

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে আমেরিকার গবেষণা সংস্থা ‘আনকিত পান্ডা’ বলেছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে পরিষ্কার বার্তা ফুটে উঠেছে যে, তারা গুণগত মানের দিক দিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।# 

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।