রাশিয়ার ‘মুখের কথা’ বিশ্বাস করবে না আমেরিকা ও ব্রিটেন
(last modified Wed, 30 Mar 2022 08:53:59 GMT )
মার্চ ৩০, ২০২২ ১৪:৫৩ Asia/Dhaka
  • বরিস জনসন-ভ্লাদিমির পুতিন- জো বাইডেন
    বরিস জনসন-ভ্লাদিমির পুতিন- জো বাইডেন

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরিনিহিভে হামলা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার যে প্রতিশ্রুতি রাশিয়া দিয়েছে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আমেরিকা ও ব্রিটেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্পর্কে বলেছেন, “আমি যতক্ষণ বাস্তবে [হামলা কমে যেতে] না দেখছি ততক্ষণ এ প্রতিশ্রুতি বিশ্বাস করব না।” তিনি আরো বলেন, “যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা বাস্তবায়িত হয় কিনা আমরা তা দেখতে চাই। তুরস্কসহ আরো কিছু জায়গায় আলোচনা অব্যাহত রয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফ্রান্স, ব্রিটেন ও জার্মান নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাদের সবাই তাকে বলেছেন, বাস্তব পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং তার ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে হবে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও রাশিয়ার দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়াকে তার কাজের মাধ্যমে মূল্যায়ন করতে হবে তার কথায় বিশ্বাস করে নয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউকেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া

এর আগে মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরিনিহিভে ‘ব্যাপক মাত্রায়’ হামলা কমিয়ে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। তুরস্কের ইস্তাম্বুলে দু’দেশের প্রতিনিধিদের শান্তি আলোচনায় অগ্রগতি হওয়ার সুবাদে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে মস্কো ঘোষণা করেছে।

রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন বলেছেন, দ্বিপক্ষীয় আলোচনায় আরো অগ্রগতি অর্জন ও আস্থা সৃষ্টির লক্ষ্যে কিয়েভ ও চেরনিহিভে সামরিক তৎপরতা ‘উল্লেখযোগ্য মাত্রায়’ কমানো হবে। তিনি বলেন, মঙ্গলবার ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিরা রাশিয়ার দাবি অনুযায়ী জোট নিরপেক্ষ (নিউট্রাল স্ট্যাটাস) অবস্থান গ্রহণে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছেন।

জোট নিরপেক্ষ অবস্থানের অর্থ, ইউক্রেন আর ন্যাটোর মতো কোনো সামরিক জোটে যোগ দেবে না, এমনকি কোনো দেশ বা জোটকে সামরিক ঘাঁটিও করতে দেবে না তারা।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ