ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের একান্ত বৈঠক
মার্চ ৩০, ২০২২ ১৭:৪৪ Asia/Dhaka
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি'র সঙ্গে চীনের পূর্বাঞ্চলীয় তুনশি শহরে একান্ত বৈঠক হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলনে যোগ দিতে চীনের পূর্বাঞ্চলীয় তুনশি শহরে অবস্থান করছেন। আমির আবদুল্লাহিয়ান কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ভিয়েনা বৈঠক সফল করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার অতিরিক্ত চাহিদা করা বন্ধ করতে হবে।#
পার্সটুডে/আবুসাঈদ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।