ইউক্রেনে রুশ ‘আগ্রাসন’ এখনই বন্ধ করতে হবে: পাক সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i106024-ইউক্রেনে_রুশ_আগ্রাসন’_এখনই_বন্ধ_করতে_হবে_পাক_সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তার ভাষায় বলেছেন, রাশিয়াকে ইউক্রেন আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। তিনি একে ‘মারাত্মক শোকাবহ’ ঘটনা বলে মন্তব্য করেন।   
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০২, ২০২২ ১৪:৫৩ Asia/Dhaka
  • পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
    পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তার ভাষায় বলেছেন, রাশিয়াকে ইউক্রেন আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। তিনি একে ‘মারাত্মক শোকাবহ’ ঘটনা বলে মন্তব্য করেন।   

রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা সংলাপে বক্তৃতা করতে গিয়ে জেনারেল বাজওয়া রাশিয়া-ইউক্রেন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “রাশিয়ার বৈধ উদ্বেগ সত্ত্বেও ছোট একটি দেশের বিরুদ্ধে মস্কোর আগ্রাসনকে ক্ষমা করা যায় না। পাকিস্তান বার বার যুদ্ধবিরতির কথা বলেছে। আমরা দ্রুত সংলাপ চাই এবং চলমান সংঘাতের টেকসই সমাধান আশা করছি।”

জেনারেল বাজওয়া বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই দুর্ভাগ্যজনক, সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তু হয়েছে। পাশাপাশি ইউক্রেনের অর্ধেক এলাকা ধ্বংস করা হয়েছে। তারপরও ইউক্রেন ছোট ছোট দেশকে বড় দেশের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র আধুনিকায়ন করে আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার আশা দিয়েছে।

বক্তৃতার এক পর্যায়ে জেনারেল বাজওয়া বলেন, আমেরিকার সঙ্গে পাকিস্তানের চমৎকার প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তবে দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্ক শীতল ছিল। এ নিয়ে সাম্প্রতিক সময়ে কতকগুলো ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি জানান, পাকিস্তান বিমান বাহিনীর বিমানে করে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠিয়ানো হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।