ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করেছে পাকিস্তানের সংসদ
(last modified Sun, 03 Apr 2022 08:06:37 GMT )
এপ্রিল ০৩, ২০২২ ১৪:০৬ Asia/Dhaka

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদলগুলোর তোলা অনাস্থা প্রস্তাব নাকচ করে দিয়েছে দেশটির জাতীয় সংসদ। জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি আজ (রোববার) অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন। তিনি এই প্রস্তাবকে পাকিস্তানের সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থি বলে উল্লেখ করেন।

আজই পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার এই প্রস্তাবকে ‘বিদেশি হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে তা নাকচ করেন।

পাকিস্তানের সংবিধানের ৫ অনুচ্ছেদে বলা হয়েছে, "প্রতিটি নাগরিকের দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করা মৌলিক দায়িত্ব"।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি-সহ বেশিরভাগ বিরোধীদল এই অনাস্থা প্রস্তাবের পক্ষে ছিল। পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৪২টি আসন রয়েছে, তার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে হলে ১৭২টি ভোটের প্রয়োজন ছিল। অনাস্থা প্রস্তাবের মধ্যে ইমরানের জন্য দুঃসংবাদ ছিল তার নিজের দল তেহরিকে ইনসাফ পার্টি থেকে ১৭ জন এমপি বিরোধীদলের সঙ্গে হাত মিলিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ