বাইডেনের বক্তব্যের কড়া জবাব দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i106160-বাইডেনের_বক্তব্যের_কড়া_জবাব_দিলেন_রুশ_পররাষ্ট্রমন্ত্রী_ল্যাভরভ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছেন তার কড়া জবাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২২ ০৭:১৮ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছেন তার কড়া জবাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি সোমবার রাতে মস্কোয় সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, “পুতিনকে অভিযুক্ত করার আগে পশ্চিমা নেতাদের উচিত তাদের বিবেকের ডাকে সাড়া দেয়া।” রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের বুচা শহরে গণহত্যার যে অভিযোগ আনা হয়েছে তার কোনো সত্যতা নেই। তিনি এ সংক্রান্ত খবর ও ছবিকে ‘সাজানো নাটক’ বলে প্রত্যাখ্যান করেন।

জো বাইডেন- ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের বুচা শহরে রুশ সেনারা যুদ্ধাপরাধ করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ সমকক্ষকে আবার যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত করেন। তিনি আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিচার দাবি করেন।

এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসেলি নেবেনজিয়া সোমবার রাতে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলন ডেকে বুচা শহর নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোর ‘অপপ্রচারের’ প্রতিবাদ জানান। তিনি বলেন, বুচা শহর থেকে যেসব খবর ও ছবি প্রচার করা হচ্ছে সেগুলো ‘পশ্চিমা দেশগুলোর সাজানো নাটক।’#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।