আফগানিস্তানে মাদক চাষ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাল ইরান
https://parstoday.ir/bn/news/world-i106188-আফগানিস্তানে_মাদক_চাষ_নিষিদ্ধের_সিদ্ধান্তকে_স্বাগত_জানাল_ইরান
আফগানিস্তানে মাদক চাষ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২২ ১৮:১৬ Asia/Dhaka
  • সাইয়্যেদ রাসুল মুসাভি
    সাইয়্যেদ রাসুল মুসাভি

আফগানিস্তানে মাদক চাষ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়্যেদ রাসুল মুসাভি বলেছেন, আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ হওয়ায় দেশটির অর্থনীতি, রাজনীতি ও সমাজে এর গভীর প্রভাব পড়বে। একইসঙ্গে প্রভাব পড়বে বিশ্বের কালো টাকার অর্থনীতির উপর।

এছাড়া, ইরানের মাদক মোকাবেলা বিষয়ক কমান্ডের মহাপরিচালক ইস্কান্দার মোমেনি গতরাতে এক টিভি সাক্ষাতকারে বলেছেন, আফগান সিদ্ধান্তকে ইরান স্বাগত জানাচ্ছে। দেশটির মানুষ যাতে মাদক চাষের পরিবর্তে অন্য কোনো খাত থেকে আয় করতে পারে সে ব্যবস্থা করতে ইরান অনেক আগে থেকেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে।

গত রোববার তালেবান মাদক চাষ নিষিদ্ধ করে বিবৃতি দিয়েছে। তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এ সংক্রান্ত এক ঘোষণায় বলেছেন- অ্যালকোহল, হেরোইন, মাদক ও গাঁজাসহ সব ধরনের মাদক সেবন এবং উৎপাদন কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। এই নির্দেশের কোনোরকম অন্যথা হলে কঠিন শাস্তি দেওয়া হবে।

ঘোষণায় আরো বলা হয়, কেউ যদি এ নির্দেশনা লঙ্ঘন করে আফিম চাষ করে, তাহলে তাদের ফসল ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীকে শরিয়া আইনের ভিত্তিতে শাস্তি দেওয়া হবে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।