বন্দি রুশ সৈন্যদের হত্যা করেছে ইউক্রেনের সেনারা; ভিডিও প্রকাশ
(last modified Thu, 07 Apr 2022 05:46:26 GMT )
এপ্রিল ০৭, ২০২২ ১১:৪৬ Asia/Dhaka
  • বুচা থেকে ১০ কিলোমিটার দূরে ‘দিমিত্রিওকা’ গ্রামে এ ঘটনা ঘটেছে।
    বুচা থেকে ১০ কিলোমিটার দূরে ‘দিমিত্রিওকা’ গ্রামে এ ঘটনা ঘটেছে।

ইউক্রেনের সেনারা তাদের হাতে বন্দি কয়েকজন রুশ সৈন্যকে হাতবাঁধা অবস্থায় গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস’সহ একাধিক পশ্চিমা গণমাধ্যম এ ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। ভিডিওটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে অবস্থিত একটি গ্রাম থেকে ধারন করা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভিডিওতে ইউক্রেনের এক সেনাকে বলতে শোনা যায়, “সে [রুশ সেনা] এখনও বেঁচে আছে। এই ডাকাতের ছবি তোলো। সে এখনও নিঃশ্বাস নিচ্ছে।”

এ সময় ইউক্রেনের আরেক সেনা আহত রুশ সৈন্যকে দেখিয়ে বলে, সে এখনও বেঁচে আছে।এরপর ইউক্রেনের এক সেনা ওই আহত রুশ সৈন্যকে তাক করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় রুশ সৈন্যর দেহ কেঁপে ওঠার পর তার শরীরে আরো দুই রাউন্ড গুলিবর্ষণ করা হয়।এই ভিডিওতে পেছনে হাত বাঁধা অন্তত তিনজন রুশ সেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

রুশ সেনাদের হাতে যুদ্ধাপরাধ সংক্রান্ত বুচা শহরের এই ছবি প্রচার করা হয়েছে

যুদ্ধের সময় প্রতিপক্ষের বন্দি সেনাদের হত্যা করাকে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়।

ইউক্রেনের যে বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগ আনা হয়েছে সেটি থেকে ১০ কিলোমিটার দূরে ‘দিমিত্রিওকা’ গ্রামে এ ঘটনা ঘটেছে।

বুচা শহরের বেসামরিক নাগরিকদের লাশের ছবি প্রচার করে গত কয়েকদিন ধরে ইউক্রেন অভিযোগ করে আসছে যে, রুশ সেনারা ওই শহরের বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ