মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কারের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i106356-মানবাধিকার_পরিষদ_থেকে_রাশিয়াকে_বহিষ্কারের_বিরুদ্ধে_চীনের_হুঁশিয়ারি
ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানকে কেন্দ্র করে জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। গতকাল (শুক্রবার) রাজধানী বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, মানবাধিকারকে রাজনীতিকীকরণ এবং একে হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে তার সরকারের অবস্থান। এ বিষয়ে পশ্চিমা কিছু দেশের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির ব্যাপারে তিনি হুঁশিয়ার
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৯, ২০২২ ১২:২৪ Asia/Dhaka
  • ঝাও লিজিয়ান
    ঝাও লিজিয়ান

ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানকে কেন্দ্র করে জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। গতকাল (শুক্রবার) রাজধানী বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, মানবাধিকারকে রাজনীতিকীকরণ এবং একে হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে তার সরকারের অবস্থান। এ বিষয়ে পশ্চিমা কিছু দেশের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির ব্যাপারে তিনি হুঁশিয়ার

ঝাও লিজিয়ান বলেন, চীন মানবাধিকার ইস্যুতে দ্বৈত সাংঘর্ষিক নীতির যেমন বিরোধিতা করে, তেমনি মানবাধিকারকে অজুহাত হিসেবে ব্যবহার করে কোন দেশের ওপর চাপ সৃষ্টি করারও বিরুদ্ধে তার দেশের সুস্পষ্ট অবস্থান।

ইউক্রেনে চরম ও ধারাবাহিকভাবে মানবাধিকার লংঘনের অভিযোগ এনে বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার জন্য আমেরিকার উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ৯৩টি দেশ ভোট দেয় এবং বিরুদ্ধে ভোট দেয় ২৪টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ৫৮ দেশ। জাতিসংঘ প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো স্থায়ী সদস্য দেশরকে বিশ্ব সংস্থা কোন অঙ্গ সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

Image Caption

এই উদ্যোগ সারা বিশ্বের জন্য নতুন এবং বিপজ্জজনক নজির সৃষ্টি করলো বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে উল্লেখ করেছেন। এই ঘটনা সংঘর্ষ জোরদার করবে এবং জাতিসংঘের প্রশাসনিক ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলেও মনে করে চীন।

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে যে ব্যবস্থা নেয়া হয়েছে তাকে অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মস্কো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।