আফগানিস্তানে শিয়া অধ্যুষিত ছেলেদের স্কুলে আত্মঘাতী বোমা হামলা: ২৭ শিক্ষার্থী নিহত
(last modified Tue, 19 Apr 2022 10:11:11 GMT )
এপ্রিল ১৯, ২০২২ ১৬:১১ Asia/Dhaka

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে শিয়া অধ্যুষিত এলাকায় ছেলেদের একটি স্কুলে অন্তত দু'টি শক্তিশালী বোমার বিস্ফোরণে ২৭ জনের বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার চালানো এই পৈশাচিক হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আফগান নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।    

স্থানীয় সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে আত্মঘাতী এক বোমা হামলাকারী পশ্চিম কাবুলে শিয়া অধ্যুষিত দাশতে বারচিরে অবস্থিত একটি স্কুলকে লক্ষ্য করে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। শিক্ষার্থীরা আব্দুল রহিম শহীদ স্কুল প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় এর প্রধান বহির্গমন পথে বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য জড়ো হয়েছিল বলে জানা গেছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান একটি টুইটার বার্তায় নিশ্চিত করেছেন যে আব্দুল রহিম শহীদ স্কুলকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে "আমাদের শিয়া ভাইদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে" বলেও জানান তিনি। আফগান সাংবাদিক জাহরা জয়া জানিয়েছেন, আব্দুল রহিম শহীদ স্কুলে বর্বরোচিত বোমা হামলায় একজন পিতা তার তিন সন্তানকে হারিয়েছেন।  

পশ্চিম কাবুলের সাইয়্যেদুশ-শুহাদা উচ্চ বিদ্যালয়ে বোমা হামলার প্রথম বার্ষিকীর দুই সপ্তাহ আগে এ হামলা চালানো হলো। ওই হামলায় অন্তত ৯০ জন শিক্ষার্থী নিহত হওয়ার পাশাপাশি আরো অনেকেই আহত হয়েছিল যাদের বেশিরভাগই ছিলেন মেয়ে শিক্ষার্থী যারা সেসময় স্কুল প্রাঙ্গণ ত্যাগ করছিলেন। যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের শীর্ষস্থানীয় বেসরকারি টিভি চ্যানেল টোলোনিউজ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং এ বিষয়ে আরো বিস্তারিত  তথ্য পরে প্রকাশ করা হবে।

এদিকে, এখনো কোন গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। বিশ্লেষকরা মনে করেন যে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠী এ হামলায় জড়িত থাকতে পারে। কারণ গত আগস্টে তালেবান দেশটির ক্ষমতা দখলের পর থেকে এ গোষ্ঠীর তৎপরতা ব্যাপকহারে বেড়ে গেছে।# 

পার্সটুডে/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ