দুই বছরের মধ্যে ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে
-
ইউরো এবং ডলারের বিপরীতে বাড়ছে রুবলের মান
ইউরো এবং ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবল আরো শক্তিশালী হয়েছে। আজ (মঙ্গলবার) মস্কো এক্সচেঞ্জ এই তথ্য জানিয়েছে।
গতকাল যেখান থেকে লেনদেন শেষ হয় গ্রীনিচ সময় আজ সকাল ১০টা ৭ মিনিটে তার চেয়ে রুবলের দাম শতকরা শূণ্য দশমিক ৯৬ ভাগ বেড়ে যায়। গতকাল প্রতি ইউরোর বিপরীতে ৭৬ দশমিক ৪২ রুবল দিয়ে রাশিয়ার মুদ্রা বাজারের লেনদেন শেষ হয় যা ছিল গত দুই বছরের মধ্যে ইউরোর বিপরীতে সর্বোচ্চ দাম। এছাড়া, প্রতি ডলারের বিপরীতে ৭২ দশমিক ৪৫ রুবেল বিক্রি হয়েছে যা ছিল গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ দাম। প্রতি ডলারের দাম বেড়েছে শতকরা শূন্য দশমিক ৯২ ভাগ।
চলতি সপ্তাহে রাশিয়ার বেশ কয়েকটি কোম্পানি চার হাজার ২৫০ কোটি ডলার কর পরিশোধ করবে। তার আগ মুহূর্তে রুবলের এই দাম বৃদ্ধি পেল। বিশ্লেষকরা বলছেন, এ ই বিপুল পরিমাণ কর পরিশোধ করা হলে তা রাশিয়ার মুদ্রাকে আরো শক্তিশালী করে তুলতে পারে। কর পরিশোধের জন্য কিছু রপ্তানিমুখী প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা বিক্রি করার ঘোষণা দিয়েছে।
মুদ্রা বাজারের বড় ব্যবসায়ীরা ধারণা করছেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার মুদ্রার মূল্য ঠিক করার ক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর ত্বরিৎ নিষেধাজ্ঞা আরোপের ফলে রুবলের মান পড়ে যায়। তখন ব্যাংকের তরল অর্থ ধরে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক সুদের হার শতকরা ২০ ভাগ বাড়িয়ে দেয়। তবে মুদ্রা বাজার স্থিতিশীল হওয়ার পর সুদের হার আবারো শতকরা ১৭ ভাগ কমানো হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।