পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i107224-পোল্যান্ড_ও_বুলগেরিয়ায়_গ্যাস_সরবরাহ_বন্ধ_করল_রাশিয়া
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৭, ২০২২ ২০:১৮ Asia/Dhaka
  • পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

রাশিয়ার পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা দেওয়া হয়, অবন্ধুসুলভ দেশগুলোকে জ্বালানি নিতে হলে অবশ্যই রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ পরিশোধ করতে হবে। তা না হলে তাদের গ্যাস সরবরাহ করা হবে না। পোল্যান্ড ও বুলগেরিয়া ওই শর্ত মানতে অসম্মতি জানায়। এরপর পোল্যান্ড ও বুলগেরিয়াকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি জানিয়ে দেয় মস্কো।

বুলগেরিয়ার কোম্পানি বুলগারগাজ ও পোল্যান্ডের কোম্পানি পিজিএনআইজি জানিয়েছে, রুশ কোম্পানি গ্যাজপ্রম তাদেরকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

গতকাল গ্যাজপ্রম পোল্যান্ড ও বুলগেরিয়ার আমদানিকারক কোম্পানি দু'টিকে এক নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়, রুবলে মূল্য পরিশোধের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২৭ এপ্রিল থেকে তাদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

ইউরোপের বার্ষিক জ্বালানির এক-তৃতীয়াংশ পূরণ করে রাশিয়ার গ্যাস। ইউক্রেনে গত মাসে শুরু হওয়া আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে বলে তার জবাব দিয়েছে মস্কো।

ইউক্রেনকে নিরস্ত্র ও নব্যনাৎসীমুক্ত করতে দেশটিতে বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া।# 

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।