ইউক্রেনের পরমাণু স্থাপনার উপর রুশ ক্ষেপণাস্ত্র; তদন্ত করছে আইএইএ
https://parstoday.ir/bn/news/world-i107290-ইউক্রেনের_পরমাণু_স্থাপনার_উপর_রুশ_ক্ষেপণাস্ত্র_তদন্ত_করছে_আইএইএ
ইউক্রেনের একটি পরমাণু স্থাপনার উপর দিয়ে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র চলে গেছে বলে জানিয়েছে কিয়েভ সরকার। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি বলেছেন, ইউক্রেন সরকার তার সংস্থার কাছে এরকম একটি অভিযোগ লিখিতভাবে জানিয়েছে এবং অভিযোগটি তদন্ত করে দেখছে আইএইএ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৯, ২০২২ ১১:২০ Asia/Dhaka
  • আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসি
    আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসি

ইউক্রেনের একটি পরমাণু স্থাপনার উপর দিয়ে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র চলে গেছে বলে জানিয়েছে কিয়েভ সরকার। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি বলেছেন, ইউক্রেন সরকার তার সংস্থার কাছে এরকম একটি অভিযোগ লিখিতভাবে জানিয়েছে এবং অভিযোগটি তদন্ত করে দেখছে আইএইএ।

গ্রোসি বলেন, ইউক্রেন সরকার তাকে জানিয়েছে, গত ১৬ এপ্রিল দেশটির একটি পরমাণু স্থাপনার ঠিক উপর দিয়ে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র উড়ে গেছে। পরমাণু স্থাপনাটি রাজধানী কিয়েভ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে ইয়াঝনোক্রানস্ক শহরে অবস্থিত।

গ্রোসি এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রটি যদি উড়ে না গিয়ে কারিগরি সমস্যার কারণে ওই স্থাপনায় আঘাত হানত তাহলে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটতে পারত।

আইএইএ’র মহাসচিব তার বিবৃতিতে ইউক্রেনের জাপোরোঝিয়া পরমাণু স্থাপনার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন। প্রায় দুই মাস আগে রাশিয়ার সেনাবাহিনী ওই স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং এখনও এটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

গত মঙ্গলবার ইউক্রেন সফরে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন গ্রোসি

বিবৃতিতে ইউক্রেনের চেরনোবিল পরমাণু স্থাপনা নিয়েও কথা বলেন রাফায়েল গ্রোসি। তিনি গত মঙ্গলবার ইউক্রেন সফরে গিয়ে চেরনোবিল পরিদর্শন করেন।গ্রোসি বলেন, চেরনোবিলের র‍েডিও অ্যাকটিভ নিঃসরণ বর্তমানে অস্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং আমরা প্রতিদিন সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে রুশ সেনারা চেরনোবিলের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং মার্চ মাসের শেষ দিকে ওই স্থাপনা ছেড়ে চলে যায়।

১৯৮৬ সালের ২৬ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পরমাণু স্থাপনার চার নম্বর রিঅ্যাক্টরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩০ ব্যক্তির মৃত্যু হয় এবং আশপাশে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসের প্রভাবে পরবর্তীতে আরো বহু মানুষের মৃত্যু ঘটে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।