মস্কো-তেলআবিব সম্পর্কে চরম উত্তেজনা: ইসরাইলের সর্বত্র সমালোচনার ঝড়
-
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইসরাইল ও রাশিয়ার সম্পর্ক নতুন দিকে মোড় নিয়েছে। রুশ বিরোধী পাশ্চাত্যের নীতি অবস্থানের প্রতি ইসরাইলের সমর্থনের কারণে তেলআবিব-মস্কো উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাম্প্রতিক কিছু মন্তব্য এবং পাল্টা ইসরাইলের কর্মকর্তাদের কঠোর প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে নতুন করে ইসরাইল রাশিয়ার সম্পর্কে এ উত্তেজনা তৈরি হয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইতালির একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে রাশিয়া ইউক্রেনকে কেন নব্যনাৎসি বলে আখ্যায়িত করেছে যেখানে খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি সম্প্রদায়ের লোক- সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে বলেছেন, ‘জেলেনস্কি ইহুদি তাতে কী হয়েছে? এর মানে এই নয় যে ইউক্রেনে নাৎসি উপাদান নেই। আমি মনে করি, হিটলারও ইহুদি রক্তের ছিলেন।' এ টিভি সাক্ষাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের বিরুদ্ধে ইউক্রেইনের নব্য-নাৎসিদের সমর্থন দেওয়ার অভিযোগ তোলেন।
এদিকে, 'হিটলার ইহুদি ছিল' রুশ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন এটি অত্যন্ত বিপদজনক মন্তব্য, বাস্তবতা বিবর্জিত এবং অগ্রহণযোগ্য। নাফতালি বেনেত আরো বলেছেন, ‘এই মিথ্যাচার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোকে আড়াল করে ইহুদিদের ওপরই উল্টো দায় চাপানোর নামান্তর'। অন্যদিকে, বর্ণবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ, ‘ল্যাভরভের বক্তব্যের তীব্র সমালোচনা করে একে ক্ষমার অযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন। একই সাথে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেলআবিবে রুশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ল্যাভরভের ওই বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়ে একে লজ্জাজনক হিসেবে অভিহিত করা হয়েছে। ইসরাইলের অন্যান্য কর্মকর্তারা এবং ইহুদি সম্প্রদায়ের নেতারাও অত্যন্ত কঠোর ভাষায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
প্রকৃতপক্ষে, রাশিয়া অভিযোগ করেছে ইউক্রেন ইস্যুতে ইসরাইল নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসেছে এবং রাজনৈতিক উপায়ে চলমান সংকট সমাধান চাওয়ার পরিবর্তে পাশ্চাত্য ইউক্রেনকে যে অস্ত্র সরবরাহ করছে তাতে ইসরাইলও শামিল হয়েছে। এ কারণে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে ইসরাইলের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মার্চের শেষের দিকে ইসরাইলের একদল পার্লামেন্ট সদস্যের সমাবেশে রাশিয়ার মোকাবেলায় ইউক্রেনকে সহযোগিতা করার এবং অস্ত্র সাহায্য দেয়ার জন্য তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ইসরাইলের কর্মকর্তারা যদিও দাবি করেছেন এর আগে তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলেও সংঘাত শুরুর পর তারা ইউক্রেনকে কোনো অস্ত্র দেয়নি। তবে এ দাবি সত্বেও বিভিন্ন সূত্রে জানা গেছে ইউক্রেন ইস্যুতে ইসরাইল রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ব্লকে ঝুঁকে গেছে। এমনকি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন। ফলে রাশিয়া ক্ষুব্ধ হয় এবং মস্কো-তেলআবিব সম্পর্কে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি হয়েছে।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।