বিশ্বকাপ ফুটবলের দর্শকদের ফ্রি ভিসা দেবে ইরান
https://parstoday.ir/bn/news/world-i107658-বিশ্বকাপ_ফুটবলের_দর্শকদের_ফ্রি_ভিসা_দেবে_ইরান
আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ইসলামি প্রজাতন্ত্র ইরান পর্যটকদের আকৃষ্ট করতে এই আসরকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২২ ১৫:৩৩ Asia/Dhaka
  • বিশ্বকাপ ফুটবলের দর্শকদের ফ্রি ভিসা দেবে ইরান

আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ইসলামি প্রজাতন্ত্র ইরান পর্যটকদের আকৃষ্ট করতে এই আসরকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে ফুটবল বিশ্বকাপের দর্শকদের ফ্রি ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহদি সাফারি বলেছেন, বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় যারা দর্শক হিসেবে কাতার সফর করবেন তাদেরকে ইরান সফরের ভিসা দেওয়া হবে এবং এ জন্য কোনো অর্থ নেওয়া হবে না।

আসন্ন বিশ্বকাপে ইরানের ফুটবল দলও খেলার যোগ্যতা অর্জন করেছে। ইরান খেলবে 'বি' গ্রুপে। এই গ্রুপে ইরান ছাড়াও রয়েছে ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান প্লে অফে বিজয়ী দেশ। প্লে অফের মাধ্যমে কোন দেশ এই গ্রুপে আসবে তা এখনও স্পষ্ট নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, কাতারের প্রতিবেশী দেশ হওয়ার কারণে অনেক দর্শক স্বল্প সময়ের জন্য হলেও ইরান আসতে আগ্রহী হবে। কারণ প্রাচীন সভ্যতার দেশ ইরানে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান।#    

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।