সীমান্তে ন্যাটো পরমাণু বাহিনী মোতায়েন করলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে   
(last modified Sat, 14 May 2022 12:34:00 GMT )
মে ১৪, ২০২২ ১৮:৩৪ Asia/Dhaka
  • রুশ পরমাণু অস্ত্রের মহড়ায় ব্যবহার করা হয় এই ক্ষেপণাস্ত্র
    রুশ পরমাণু অস্ত্রের মহড়ায় ব্যবহার করা হয় এই ক্ষেপণাস্ত্র

রাশিয়া বলেছে, যদি ফিনল্যান্ড সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পরমাণু বাহিনী এবং সরঞ্জাম মোতায়েন করে তাহলে রাশিয়া আগেভাগেই সতর্কতামূলক জবাব দিতে পারে।

রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো আজ (শনিবার) এ কথা বলেন। তিনি আরো বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোট যোগ দেয়ার কোনো কারণ তিনি দেখেন না। এরইমধ্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিনল্যান্ড যদি ন্যাটো জোটে যোগ দেয় তাহলে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উত্তর ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আলেকজান্ডার গ্রুশকো

সম্প্রতি সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং আমেরিকা ও ইউরোপের কিছু সরকার তার প্রতি সমর্থন দিয়েছে, যদিও রাশিয়া এর মারাত্মক উন্নতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল শুক্রবার বলেছেন, ইউক্রেনকে সামরিক খাতে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়ন আরো ৫০ কোটি ইউরো বরাদ্দ দেবে। এই নিয়ে  ২৭ জাতির এ জোট ইউক্রেনকে এপর্যন্ত ২০০ কোটি ইউরোর সামরিক সহায়তা দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ