ক্যালিফোর্নিয়ার গির্জায় গুলিতে নিহত ১, গুরুতর আহত ৪
https://parstoday.ir/bn/news/world-i108000-ক্যালিফোর্নিয়ার_গির্জায়_গুলিতে_নিহত_১_গুরুতর_আহত_৪
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের কাছে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৬, ২০২২ ১৩:০০ Asia/Dhaka
  • ক্যালিফোর্নিয়ার গির্জায় বন্দুকধারীর হামলা
    ক্যালিফোর্নিয়ার গির্জায় বন্দুকধারীর হামলা

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের কাছে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

নিউ ইয়র্কের বাফেলো শহরের একটি সুপার শপে এক উগ্রবাদী শ্বেতাঙ্গের বর্ণ-বিদ্বেষী হামলায় ১০ জন নিহত ও তিনজন আহত হওয়ার একদিন পর ক্যালিফোর্নিয়ার গির্জায় এই হত্যাকাণ্ড সংঘটিত হলো।  

অরেঞ্জ কাউন্টি শেরিফ অফিস টুইটারে দেয়া এক বার্তায় জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনের অবস্থা গুরুতর। শেরিফ অফিস বলছে, হামলার শিকার সবাই পূর্ণ বয়স্ক লোকজন।

বন্দুক হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রোববার বেলা ১টা ২৬ মিনিটের সময় জেনেভা প্রেসবাইটেরিয়ান গির্জা থেকে একটি জরুরি ফোন কল আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সম্ভবত এই অস্ত্রটিই হামলায় ব্যবহার করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসও জানিয়েছে, হামলার খবর পেয়ে ফায়ারফাইটার কর্মী ও প্যারামেডিক্সরা ঘটনাস্থলে ছুটে যান। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন।

ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত স্থানীয় কংগ্রেসওম্যান ক্যাটি পর্টার এ হত্যাকাণ্ডের ঘটনাকে বিরক্তিকর ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “বাফেলো হত্যাকাণ্ডের একদিন পর এই ঘটনা ঘটলো, এমন ঘটনা আমাদের জীবনে নিয়মিত হয়ে ওঠা ঠিক হবে না।” #

পার্সটুডে/এসআইবি/১৬