ন্যাটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন সাংবাদিক নেতা
(last modified Mon, 23 May 2022 11:51:02 GMT )
মে ২৩, ২০২২ ১৭:৫১ Asia/Dhaka
  • ন্যাটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন সাংবাদিক নেতা

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু  করেছেন দেশটির সাংবাদিক নেতা জুহা কোরহোনেন। তিনি আজ (সোমবার) রাজধানী হেলসিঙ্কিতে ন্যাটোর পতাকা পুড়িয়ে আন্দোলনের উদ্বোধন করেন।

জুহা কোরহোনেন হচ্ছেন ফিনল্যান্ডের সাংবাদিকদের সংগঠন ইউনিয়ন অব ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টস-এর প্রধান।

ন্যাটোর পতাকায় আগুন দেওয়ার পর জুহা কোরহোনেন বলেন, ফিনল্যান্ডের বহু মানুষ ন্যাটোতে অন্তর্ভুক্তির বিরোধী। কারণ ন্যাটোতে যোগ দিলে দেশের নিরাপত্তা বাড়বে না বরং কমবে।

তিনি আরও বলেন, 'আমরা ন্যাটোতে অন্তর্ভুক্তির বিরোধী, কারণ এই জোট রাশিয়ার সঙ্গে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।'

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে। সম্প্রতি দু'টি দেশই ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে।

তবে রাশিয়া ঐ দুই দেশের সিদ্ধান্তের সমালোচনা করে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।#       

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ