দামেস্ক বিমানবন্দরে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i109072-দামেস্ক_বিমানবন্দরে_ইসরাইলি_হামলার_তীব্র_নিন্দা_জানাল_রাশিয়া
সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, “এই হামলার ব্যাপারে আমরা আরেকবার একথা বলতে বাধ্য হচ্ছি যে, সিরিয়ার ভূমিতে অব্যাহত বোমাবর্ষণ সকল আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১১, ২০২২ ০৯:৫৬ Asia/Dhaka
  • দামেস্ক  আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)
    দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, “এই হামলার ব্যাপারে আমরা আরেকবার একথা বলতে বাধ্য হচ্ছি যে, সিরিয়ার ভূমিতে অব্যাহত বোমাবর্ষণ সকল আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়।

শুক্রবার ভোররাতে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। দামেস্কের এই অংশে সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়।

এই হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার পত্রিকা আল-ওয়াতান। সিরিয়ার এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি হামলায় এক বেসামরিক নাগরিকের আহত হওয়ার খবরও জানিয়েছে।

পত্রিকাটি আরও জানায়, সিরিয়ার প্রতিরক্ষাবাহিনী আকাশেই ইসরায়েলের বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তারপরও ভোরের দিকের এই হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওই হামলার পর দামেস্ক বিমানবন্দর থেকে যাওয়া-আসার সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিরিয়া।

মারিয়া জাখারোভা

মারিয়া জাখারোভা তার বিবৃতিতে আরো বলেন, “আমরা সিরিয়ার বেসামরক অবকাঠামোর এই অতি গুরুত্বপূর্ণ অংশে ইসরাইলের উসকানিমূলক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

ইহুদিবাদী ইসরাইল বিগত কয়েক বছরে দামেস্কসহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বহুবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলার বেশিরভাগই প্রতিহত করেছে। সিরিয়া বহুবার জাতিসংঘকে চিঠি দিয়ে এ ধরনের আগ্রাসী হামলা বন্ধ করতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানালেও জাতিসংঘ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।