যুদ্ধ শুরুর পর ১০০ দিনে রাশিয়া আয় করেছে ৯৮ বিলিয়ন ডলার
https://parstoday.ir/bn/news/world-i109176-যুদ্ধ_শুরুর_পর_১০০_দিনে_রাশিয়া_আয়_করেছে_৯৮_বিলিয়ন_ডলার
ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে ১০০ দিনের রাশিয়া বিভিন্ন দেশের কাছে তেল বিক্রি করে ৯৮ বিলিয়ন বা নয় হাজা ৮০০ কোটি ডলার আয় করেছে। রাশিয়া এসব তেলের বেশির ভাগই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাছে বিক্রি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০২২ ১৮:১৬ Asia/Dhaka
  • ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেল রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ আয় করেছে রাশিয়া
    ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেল রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ আয় করেছে রাশিয়া

ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে ১০০ দিনের রাশিয়া বিভিন্ন দেশের কাছে তেল বিক্রি করে ৯৮ বিলিয়ন বা নয় হাজা ৮০০ কোটি ডলার আয় করেছে। রাশিয়া এসব তেলের বেশির ভাগই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাছে বিক্রি করেছে।

নতুন এক গবেষণা রিপোর্ট থেকে এই সমস্ত তথ্য জানা যাচ্ছে। আজ (সোমবার) প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ধীরে ধীরে তবে অব্যাহতভাবে তাদের অভিযান এগিয়ে নিচ্ছে এবং দোনবাস এলাকা পুরোপুরি দখলে নেয়ার প্রক্রিয়ায় রয়েছে। ফিনল্যান্ডভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি আ্যান্ড ক্লিন এয়ার এই গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে।

ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কিয়েভ সরকারের কাছে সহযোগিতা হিসেবে নগদ অর্থ এবং বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার অগ্রযাত্রা থামানোর জন্য মস্কোর ওপর নজিরবিহীনভাবে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু রাশিয়ার অগ্রযাত্রা সেই অর্থে বন্ধ করা যায় নি।

এ অবস্থায় ইউক্রেন পশ্চিমা দেশগুলোর প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে যে, তারা যেন রাশিয়ার অর্থের যোগান বন্ধের ব্যবস্থা করে। এজন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেল ও গ্যাস কেনা বন্ধ করার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি দফায় দফায় আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন

চলতি মাসের প্রথম দিকে রাশিয়া থেকে তেল আমদানির বেশিরভাগই বন্ধ করার জন্য একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে চলতি বছরের শেষ নাগাদ গ্যাস আমদানি দুই-তৃতীয়াংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই মুহূর্তে রাশিয়ার গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত নয় ইউরোপীয় ইউনিয়ন।

ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যায়, ইউক্রেন যুদ্ধ শুরুর ১০০ দিনে রাশিয়ার শতকরা ৬১ ভাগ তেল ইউরোপের দেশগুলোতে রপ্তানি করেছে যা থেকে মস্কো আয় করেছে ছয় হাজার কোটি টাকা। 

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর রাশিয়া থেকে চীন সবচেয়ে বেশি ১৩ দশমিক ২ বিলিয়ন ডলারের তেল কিনেছে। এরপর রয়েছে জার্মানি; এ দেশটি রাশিয়া থেকে তেল কিনেছে ১২.৭ বিলিয়ন ডলারের তেল। ইতালি কিনেছে ৮.২ বিলিয়ন ডলারের, হল্যান্ড কিনেছে ৮.৪ বিলিয়ন ডলারের, তুরস্ক ৭.৬ বিলিয়ন ডলারের, ফ্রান্স ৪.৫ বিলিয়ন এবং ভারত ৩.৬ বিলিয়ন ডলারের তেল।

রাশিয়ার জন্য ভালো খবর হচ্ছে, গত বছর একই সময়ে এই পরিমাণ তেল বিক্রি করে রাশিয়া যে অর্থ আয় করেছিল, এবছর তেলের দাম বেড়ে যাওয়ায় সেই অর্থের পরিমাণ শতকরা ৬০ ভাগ বেশি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।