আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আঘাত; এ পর্যন্ত নিহত ৯৫০
(last modified Wed, 22 Jun 2022 07:25:21 GMT )
জুন ২২, ২০২২ ১৩:২৫ Asia/Dhaka
  • আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আঘাত
    আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আঘাত

ভয়াবহ ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশ। এছাড়া, খোস্ত প্রদেশেও ভূমিকম্প বড় রকমের আঘাত হানে। দুই প্রদেশে এ পর্যন্ত ৯৫০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ছয়শ'র বেশি মানুষ আহত হয়েছে এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধার তৎপরতা শুরু হল মৃতের সংখ্যা বেড়ে যাবে বলে আশংকা করা হচ্ছে। প্রায় ৫০০ কিলোমিটার এলাকা জুড়ে টের পাওয়া গেছে এ ভূমিকম্প। এ প্রাভাবে কেঁপে উঠেছে পাকিস্তানের একাংশ।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি

ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে। মাটির নীচে ৫১ কিলোমিটার গভীরে কম্পন হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.১। ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, প্রায় ৫০০ কিলোমিটার জুড়ে কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের কয়েকটি প্রদেশ, পাকিস্তান এবং ভারতের সামান্য অংশে কম্পন হয়েছে। এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, ইসলামাবাদে হাল্কা কম্পন হয়েছে। তবে লাহোর, মুলতান, কোয়েটায় ভূমিকম্পের তীব্রতা অনেক ছিল। তবে পাকিস্তান থেকে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর আসেনি। গত শুক্রবারই ওই অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

আফগানিস্তানে ভূমিকম্পের পর সরকারের মুখপাত্র বিলাল কারিমি বলেন, “দুঃখজনকভাবে গতরাতে পাকতিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এতে কয়েকশ মানুষ নিহত এবং বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আমরা সকল সাহায্য সংস্থার কাছে সেখানে সাহায্য পাঠানোর আবেদন জানাচ্ছি।”#

পার্সটুডে/এসআইবি/এআর/২২

ট্যাগ