ম্যাকরন বললেন সৌদি ও আমিরাত তেলের উৎপাদন বাড়াতে সক্ষম নয়
(last modified Tue, 28 Jun 2022 13:30:08 GMT )
জুন ২৮, ২০২২ ১৯:৩০ Asia/Dhaka
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, পশ্চিমা বিশ্বে যে জ্বালানি সঙ্কট চলছে তা নিরসনের জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তেলের উৎপাদন বাড়াতে সক্ষম নয়। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের উদ্ধৃতি দিয়ে ম্যাকরন আজ (মঙ্গলবার) এ কথা বলেছেন।

জার্মানিতে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের অবকাশে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে এই তথ্য জানান। তিনি বলেন, জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে।

ম্যাক্রন বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন যে, তারা তেল উত্তোলনের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, তাদের পক্ষে আর বেশি উৎপাদন করা সম্ভব নয়। সৌদি আরব প্রতিদিন আরো দেড় লাখ ব্যারেল বেশি তেল উৎপাদন করতে পারে কিন্তু তাদের ছয় মাস আগে যে সক্ষমতা ছিল এখন তা নেই।

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী সোহাইল বিন মুহাম্মদ আল মাজরুইয়ি প্রেসিডেন্ট ম্যাকরনকে এই বক্তব্যকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার দেশ এখন তেল উৎপাদনের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৮