ইরান শত শত ড্রোন পাঠাচ্ছে রাশিয়ায়
(last modified Wed, 13 Jul 2022 02:47:46 GMT )
জুলাই ১৩, ২০২২ ০৮:৪৭ Asia/Dhaka
  • ইরানি ড্রোন
    ইরানি ড্রোন

আমেরিকা দাবি করেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান রাশিয়ায় শত শত ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এরমধ্যে কিছু ড্রোন রয়েছে অস্ত্রসজ্জিত। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জেইক সুলিভান সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেছেন।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া যে ক্ষতির মুখে পড়েছে তা পূরণের জন্য ইরান এই পাইলট বিহীন যুদ্ধযান রাশিয়াতে পাঠাচ্ছে। সুলিভান (শনিবার) বলেন, দ্রুত গতিতে স্বল্প সময়ের মধ্যে এসব ড্রোন পাঠানো হবে এবং ধারণা করা হচ্ছে এরইমধ্যে কিছু কিছু ড্রোন রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো দাবি করেন, ইরানের ড্রোন কিভাবে পরিচালনা করতে হবে সে ব্যাপারে রাশিয়ার অপারেটররা চলতি মাসেই প্রশিক্ষণ গ্রহণ করবেন।

মার্কিন কর্মকর্তারা এই তথ্যকে সঠিক ও গুরুত্বপূর্ণ সংবাদ বলে আখ্যা দিলেও এ ব্যাপারে কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারেন নি। এছাড়া, আমেরিকা কিভাবে এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

জেইক সুলিভান শনিবার আরো বলেছেন, সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে রিয়াদের বিরুদ্ধে ইরান ড্রোন হামলা চালিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/১৩