বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রস্তুত দোনেস্ক প্রজাতন্ত্র
(last modified Thu, 14 Jul 2022 09:17:36 GMT )
জুলাই ১৪, ২০২২ ১৫:১৭ Asia/Dhaka
  • ভাড়াটে তিন বিদেশি
    ভাড়াটে তিন বিদেশি

দোনেস্ক প্রজাতন্ত্রের এক্সিকিউটিভ সার্ভিস বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। দোনেস্ক প্রজাতন্ত্রের নেতা ডেনিস পুশিলিন গতকাল (বুধবার) সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান।

তিনি বলেন, বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটি স্থান প্রস্তুত করা হয়েছে। তবে প্রজাতন্ত্রের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের কোন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে না। এক্সিকিউটিভ সার্ভিস অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, মৃত্যুদণ্ডের ঘটনা সাধারণত প্রকাশ্য নয় এবং এ ব্যাপারে তথ্য ফাঁস করা হয় না। পুশিলিন বলেন, তিন বিদেশির আপিল যদি খারিজ হয় তাহলে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।

বিদেশি এই তিন ভাড়াটে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে দোনবাস এলাকায় ধরা পড়ে এবং দোনেস্ক প্রজাতন্ত্রের সুপ্রিম কোর্টে নতুন ৯ জুন তারা দোষী বলে সাব্যস্ত হয়। তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, এই তিন ব্যক্তি ভাড়াটে যোদ্ধা হিসেবে ইউক্রেনের পক্ষে সামরিক আগ্রাসনে অংশ নিয়েছিল এবং তারা দোনেস্ক প্রজাতন্ত্রের সরকারকে উৎখাতের চেষ্টা করেছে।

দোনেস্ক প্রজাতন্ত্র যে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রস্তুতি নিয়েছে তাদের দুইজন ব্রিটিশ এবং একজন মরক্কোর নাগরিক। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তারা আপিল করেছে। এ প্রসঙ্গে দোনেস্ক প্রজাতন্ত্রের আইনমন্ত্রী ইউরি সিরোভাটেঙ্কো গত ১২ জুলাই জানিয়েছেন, তাদের আপিলের ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত চলতি মাসের শেষ দিকে রায় দেবে।#

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ