শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া সিঙ্গাপুরে; পদত্যাগের ঘোষণার অপেক্ষায় গোটা জাতি
(last modified Thu, 14 Jul 2022 13:23:08 GMT )
জুলাই ১৪, ২০২২ ১৯:২৩ Asia/Dhaka
  • গোতাবায়া
    গোতাবায়া

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছেছেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতে যাবেন। সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে সিঙ্গাপুর পৌঁছান তিনি। সঙ্গে রয়েছেন স্ত্রী ও দুই দেহরক্ষী।

শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরে থাকবেন না। তিনি সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবেন।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে গত মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। কিন্তু গোতাবায়া মালদ্বীপে গেলে সে দেশে বসবাসরত শ্রীলঙ্কার বাসিন্দারা বিক্ষোভ দেখান। মালদ্বীপে আশ্রয় না দেওয়ার দাবি জানান তারা।

গতকাল বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে গোতাবায়াদের মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ থেকে তারা সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে ওঠা থেকে বিরত থাকেন। গোতাবায়া এবং তার স্ত্রী ও দুই দেহরক্ষী ব্যক্তিগত উড়োজাহাজে করে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে খবর বের হয়। শেষ পর্যন্ত তারা সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে মালদ্বীপ ছাড়েন।

এদিকে, দেশ ছেড়ে পালালেও এখনও পদত্যাগ করেননি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিক্ষোভকারীরা এখনও গোতাবায়ার পদত্যাগের অপেক্ষা করছেন। এ অবস্থায় রাজধানী কলম্বোতে কারফিউ জারি রয়েছে। সহিংসতা ঠেকাতে রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ