‘এক চীন নীতির প্রতি সমর্থনের ক্ষেত্রে রাশিয়ার নীতি অপরিবর্তিত রয়েছে’
(last modified Sat, 30 Jul 2022 00:52:03 GMT )
জুলাই ৩০, ২০২২ ০৬:৫২ Asia/Dhaka
  • শুক্রবার সাংহাই সহযোগিতা পরিষদের সম্মেলনে অংশগ্রহণ করেন ল্যাভরভ
    শুক্রবার সাংহাই সহযোগিতা পরিষদের সম্মেলনে অংশগ্রহণ করেন ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেছেন, “শুধুমাত্র এক চীন নীতির প্রতি সমর্থনের ক্ষেত্রে আমাদের নীতি অপরিবর্তিত রয়েছে।চীনের সার্বভৌমত্ব রক্ষার প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই।”

উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে সাংহাই সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অবকাশে এক সংবাদ সম্মেলনে এক চীন নীতির ব্যাপারে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেন ল্যাভরভ। 

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক টেলিফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান প্রসঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে দেয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী তার দেশের অবস্থান স্পষ্ট করলেন। জিনপিং তাইওয়ানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপকে ‘আগুন নিয়ে খেলার’ শামিল মন্তব্য করে বাইডেনকে বলেন, সেরকম কিছু করতে আসলে আমেরিকার হাত পুড়ে যাবে। 

ল্যাভরভের পাশাপাশি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যুতে চীনের প্রতি রাশিয়া সংহতি প্রকাশ করছে। তিনি বলেন, “আমরা চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানাই এবং আমরা মনে করি এ বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করার পদক্ষেপ নেয়ার অধিকার বিশ্বের কোনো দেশের নেই।” পেসকভ বলেন, “কেউ যদি সেরকম কিছু করতে আসে তাহলে তাতে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হওয়া ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না।”#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ