যুক্তরাষ্ট্রে বন্যায় ২৫ জনের মৃত্যু; জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা
(last modified Sun, 31 Jul 2022 13:05:55 GMT )
জুলাই ৩১, ২০২২ ১৯:০৫ Asia/Dhaka
  • আমেরিকায় বন্যা
    আমেরিকায় বন্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ৪ শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অঙ্গরাজ্যের অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।

বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় সময় গত শনিবার রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার সাংবাদিকদের বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পরিস্থিতি ভালো নয়। উদ্ধার তৎপরতা চলছে।

গত বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ১৩০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। নদীর কূল ভেঙেছে। খাড়া পাহাড় ও সরু উপত্যকার কারণে অঞ্চলটিতে বন্যার প্রবণতা বেশি হলেও বিশেষজ্ঞরা বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকেও দায়ী করছেন।

ভয়াবহ এই বন্যা সাত মাসের মধ্যে কেনটাকিতে দ্বিতীয় বড় ধরনের কোনো জাতীয় দুর্যোগ। গত ডিসেম্বরে বেশ কয়েকটি টর্নেডোর আঘাতে এই অঙ্গরাজ্যের পশ্চিম অংশে প্রায় ৮০ জনের মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে ত্রাণ তৎপরতা চালাতেও বেগ পেতে হচ্ছে। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। তাদেরকে খুঁজে বের করার কাজ করাটাও কঠিন হয়ে পড়েছে।#  

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ