নাইজারের সীমান্তবর্তী একটি শহরের দখল নিয়েছে বোকো হারাম
(last modified Sat, 04 Jun 2016 11:23:35 GMT )
জুন ০৪, ২০১৬ ১৭:২৩ Asia/Dhaka
  • নাইজারের সীমান্তবর্তী একটি শহরের দখল নিয়েছে বোকো হারাম

নাইজেরিয়া ভিত্তিক তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ব্যাপক হামলা চালিয়ে পার্শ্ববর্তী নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্তে অবস্থিত একটি স্থানীয় শহর দখল করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, বোকো হারাম সন্ত্রাসীরা গতকাল (শুক্রবার) বিকেলে নাইজারের রাজধানী নিয়ামে থেকে ১,৩৬৫ কিলোমিটার দূরে অবস্থিত বোসো শহরে সর্বশক্তি দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা নাইজেরিয়ার সেনাবাহিনীকে হটিয়ে বিনা বাধায় শহরটির নিয়ন্ত্রণ নেয়।

এর আগে ২০১৫ সালের ২৫ নভেম্বর বোসো শহরের কাছে অবস্থিত ওগোম গ্রামে বোকো হারাম সন্ত্রাসীরা হামলা চালালে ১৮ ব্যক্তি নিহত এবং আরো ১১ জন আহত হয়। এছাড়া সন্ত্রাসীরা ওই সময় গ্রামের প্রায় ১০০টি বাড়ি-ঘরও জ্বালিয়ে দিয়েছিল।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানবাধিকার কর্মী জানিয়েছেন, নাইজেরিয়া এবং নাইজারের সীমান্তে অবস্থিত কামাদোগো ইয়োব নদী দিয়ে বোকো সন্ত্রাসীরা বোসো শহরে প্রবেশ করেছে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/৪

 

ট্যাগ