মার্কিন সিনেটে ৪৩০ বিলিয়ন ডলারের ইনফ্লেশন রিডাকশন বিল পাস
-
মার্কি সিনেটে ইনফ্লেশন রিডাকশন বিল পাস হয়
মার্কিন সিনেটে ৪৩০ বিলিয়ন ডলারের ইনফ্লেশন বিল পাস হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন নিঃসরণ কমানো, ওষুধের দাম কমানো এবং কর্পোরেট ট্যাক্স বাড়ানোর লক্ষ্য নিয়ে এই বিল পাস করা হলো। আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই বিল পাসকে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
গত দেড় বছর ধরে এ বিষয়ে নানা ধরনের আলোচনা চলে আসছিল। অবশেষে শনি ও রোববার দীর্ঘ ২৭ ঘন্টায় ম্যারাথন অধিবেশনে ব্যাপক বিতর্কের পর সিনেটে এই বিল পাস হয়।
বিলের বিপক্ষে রিপাবলিকানদের শক্ত অবস্থান ছিল। ফলে সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং বিলের পক্ষে পড়ে ৫১ ভোট আর বিপক্ষে ৫০ ভোট। সিনেটে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলেরই সমানসংখ্যক ৫০টি করে আসন থাকায় ভাইস প্রেসিডেন্ট কামালা হারিস টাইব্রেকিং ভোট দেন এবং শেষ পর্যন্ত ৫১ ভোটে বিলটি ডেমোক্র্যাটদের অনুকূলে পাস হয়

৪৩০ বিলিয়ন ডলার ব্যয় সংক্রান্ত এ বিলটি এখন মার্কিন প্রতিনিধি পরিষদে যাবে; সেখানে বিলটি পাস হলে প্রেসিডেন্ট যে বাইডেনের কাছে সইয়ের জন্য পাঠানো হবে। তিনি বিলটিতে সই করলেন তা আইনে পরিণত হবে।
মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে সেখানে এই বিলটি তারা সহজে পাস করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, “যত দ্রুত সম্ভব প্রতিনিধি পরিষদে এ বিল পাস হওয়া উচিত। তারপরপরই আমি এই বিলের সই করে তা আইনে পরিণত করব।”
অন্যদিকে, সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাকমুমার এই বিলকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই বিল আমেরিকাকে আগামী কয়েক দশকের জন্য পরিবর্তিত করে দেবে। ডেমোক্র্যাটরা বলছেন, ২০৩০ সালের মধ্যে আমেরিকায় কার্বন নিঃসরণ শতকরা ৪০ ভাগ কমে আসবে।#
পার্সটুডে/এসআইবি/৮