ইউক্রেনের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৯০ ভাড়াটে বিদেশি যোদ্ধা নিহত
(last modified Thu, 18 Aug 2022 11:04:49 GMT )
আগস্ট ১৮, ২০২২ ১৭:০৪ Asia/Dhaka
  • রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি ঘাঁটিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯০ জন বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ এ কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে বিদেশি ভাড়াটে সেনাদের একটি অস্থায়ী ঘাঁটিতে রাশিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে নিক্ষেপযোগ্য অত্যন্ত নিখুঁত ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালালে এসব ভাড়াটে নিহত হয়।

এছাড়া, রাশিয়ার বিমানবাহিনীর হামলায়ও ইউক্রেনের সেনা হতাহত ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। এতে ৮০ জন সেনা নিহত এবং ৫০ জন আহত হয়।

মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ বলেন, চলতি মাসে রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের ঘাঁটি এবং বিদেশি যোদ্ধাদের শিবিরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এতে অনেক সেনা ও বিদেশী ভাড়াটে হতাহত হয়।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বিভিন্ন দেশের প্রতি সেনা পাঠানোর অনুরোধ জানান এবং তার অনুরোধে সাড়া দিয়ে পোল্যান্ড, কানাডা এবং আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার যোদ্ধা ইউক্রেনে প্রবেশ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ