‘সম্ভবত ইউক্রেনকে সম্মুখ সমরের প্রস্তুতি নিতে সাহায্য করছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i112334-সম্ভবত_ইউক্রেনকে_সম্মুখ_সমরের_প্রস্তুতি_নিতে_সাহায্য_করছে_আমেরিকা’
রাশিয়ার বিরুদ্ধে সম্মুখ সমরের জন্য সম্ভাব্য প্রস্তুতির ব্যাপারে ইউক্রেনকে সহযোগিতা করছে আমেরিকা। গতকাল (মঙ্গলবার) দৈনিক ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৪, ২০২২ ১৫:০৭ Asia/Dhaka
  • বোমা প্রতিরোধী গাড়ি
    বোমা প্রতিরোধী গাড়ি

রাশিয়ার বিরুদ্ধে সম্মুখ সমরের জন্য সম্ভাব্য প্রস্তুতির ব্যাপারে ইউক্রেনকে সহযোগিতা করছে আমেরিকা। গতকাল (মঙ্গলবার) দৈনিক ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, সর্বশেষ পর্যায়ে আমেরিকা ইউক্রেনকে যেসব অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইউক্রেনের সেনারা যাতে আসন্ন হামলা মোকাবেলা করতে পারে এবং সম্মুখ সমরে রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকতে পারে তার প্রস্তুতি জোরদারের চেষ্টা করছে আমেরিকা।

আমেরিকা নতুন করে ঘোষণা দিয়েছে যে, ইউক্রেনকে আরো ৮০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক ষড়যন্ত্র দেয়া হবে যার মধ্যে ৪০টি বোমা প্রতিরোধী গাড়ি থাকবে। এছাড়া বিপুল পরিমাণে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত থাকবে।

ট্যাংকের ওপর মার্কিন টো ক্ষেপণাস্ত্র 

এর আগের চালানে আমেরিকা ইউক্রেনকে এম-৭৭৭ হাউইটজার এবং হাই মবিলিটি আর্টিলারির রকেট সিস্টেম বা হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়েছিল। বোমা প্রতিরোধী গাড়িগুলো ব্যবহার করে সেনারা যাতে বোমা বিস্ফোরণের মধ্যেও অক্ষত থাকে তার উপযুক্ত করে তৈরি করা হয়েছে। এসব গাড়ি মাইন বিছানো যুদ্ধক্ষেত্রে চলাচল করতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে আমেরিকার একজন সামরিক কর্মকর্তা জানান, মাইন পরিষ্কার করার গাড়িগুলো ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য খুবই উপযোগী হবে, এতে তারা নিজেদের সামরিক বাহিনীকে এগিয়ে নিতে এবং হারানো ভূমি পুনরুদ্ধারে সক্ষম হবে।

এছাড়া, আমেরিকা টো ক্ষেপণাস্ত্র দেয়ার জন্য ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছে। হামভি গাড়িতে বসিয়ে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুপক্ষের ওপর হামলা চালানো যায় এবং পাল্টা হামলার আগেই সেনারা সেখান থেকে সরে যেতেই পারে।#

পার্সটুডে/এসআইবি/২৪