পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি
https://parstoday.ir/bn/news/world-i112560-পাকিস্তানে_স্মরণকালের_ভয়াবহ_বন্যায়_ব্যাপক_ক্ষয়ক্ষতি
পাকিস্তানে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৯, ২০২২ ১৭:১০ Asia/Dhaka

পাকিস্তানে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

গত বেশ কয়েক সপ্তাহ ধরে বন্যার তাণ্ডব যেভাবে ক্রমাগত বাড়ছে তা সামলাতে হিমশিম খাচ্ছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জোট সরকার। পাকিস্তানে গত কয়েক মাস ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা প্রকট হয়েছে। এ অবস্থায় বন্যা মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। এ পর্যন্ত তিন কোটি ৩০ লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে বলে সেদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।#

পার্সটুডে/ মো.আবুসাঈদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।