চন্দ্র মিশন শুরুর জন্য নতুন তারিখ ঘোষণা করল নাসা
https://parstoday.ir/bn/news/world-i112652-চন্দ্র_মিশন_শুরুর_জন্য_নতুন_তারিখ_ঘোষণা_করল_নাসা
মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন করে চন্দ্র মিশন শুরুর জন্য আবারো তারিখ ঘোষণা করেছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার আরটেমিস-ওয়ানের রকেট এসএলএস উৎক্ষেপণ করা হবে। গত সোমবার এই রকেট উৎক্ষেপণের কথা থাকলেও তা ইঞ্জিনের ত্রুটির কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩১, ২০২২ ১৩:২১ Asia/Dhaka
  • আরটেমিস-ওয়ানের রকেট এসএলএস
    আরটেমিস-ওয়ানের রকেট এসএলএস

মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন করে চন্দ্র মিশন শুরুর জন্য আবারো তারিখ ঘোষণা করেছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার আরটেমিস-ওয়ানের রকেট এসএলএস উৎক্ষেপণ করা হবে। গত সোমবার এই রকেট উৎক্ষেপণের কথা থাকলেও তা ইঞ্জিনের ত্রুটির কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়

নাসার নতুন চন্দ্র অভিযানের ম্যানেজার মাইক সারাফিন গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে রকেট উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, আরমেটিস টিমের সদস্যরা দিনের প্রথম ভাগে রকেট উৎক্ষেপণের সময়সূচি ঠিক করার বিষয়টি নিয়ে বৈঠক করেন।

সারাফিন জানান, বৃহস্পতিবার রকেটের ফ্লাইট এবং সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হবে। রকেটের ক্যাপসুলে যে ছিদ্র দেখা গিয়েছিল সেগুলোও ঠিকঠাক করা হচ্ছে বলে তিনি জানান। সবকিছু ঠিক থাকলে শনিবার রকেট উৎক্ষেপণ করা হবে বলে সারাফিন ঘোষণা করেন।

এদিকে, শনিবার রকেট উৎক্ষেপণের নতুন তারিখ ঠিক করা হলেও স্পেস ফোর্স ওয়েদার লঞ্চ অফিসার মার্ক বার্গার সতর্ক করে বলছেন যে, ওই দিন আবহাওয়া খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। বাজে আবহাওয়ার সম্ভাবনা রয়েছে শতকরা ৬০ ভাগ। 

নাসার এই রকেট পাঠানোর কর্মসূচিকে চন্দ্র অভিযান বলা হলেও প্রকৃতপক্ষে এতে কোনো মানুষ থাকবে না এবং এটি তা চাঁদে পৌঁছাবে না বরং মহাকাশের কক্ষপথে এক মাস অবস্থান করার পর গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ শেষে পৃথিবীতে ফিরে আসবে। যদি এই মিশন সফল হয় তাহলে আরটেমিস-টু অভিযান শুরু হবে যাতে মানুষ চাঁদের বুকে যেতে পারবে বলে নাসার বিজ্ঞানীদের আশা।#

পার্সটুডে/এসআইবি/৩১